সিম ব্যবহারে নতুন সীমা: একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন, কার্যকর ১৫ আগস্ট ২০২৫ থেকে

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল সিম ব্যবহারে নতুন সীমা নির্ধারণ করতে যাচ্ছে। আগামী ১৫ আগস্ট ২০২৫ থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন—এমন নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে বিটিআরসি।

অতিরিক্ত সিম ধাপে ধাপে নিষ্ক্রিয় হবে

বর্তমানে যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে, তাদের অতিরিক্ত সিমগুলো ধাপে ধাপে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। এ বিষয়ে ১৫ জুলাইয়ের মধ্যে মোবাইল অপারেটর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠাগুলোকে চূড়ান্ত নির্দেশনা পাঠানো হবে।

কতজন গ্রাহক প্রভাবিত হবেন?

বিটিআরসির তথ্য অনুযায়ী, নতুন সীমা কার্যকর হলে প্রায় ২৬ লাখ গ্রাহক আক্রান্ত হবেন, যাদের নামে থাকা ৬৭ লাখ অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করতে হবে। এজন্য অপারেটরদের একটি তালিকা দেওয়া হবে, যেখানে প্রতিটি গ্রাহকের নামে কতটি সিম রয়েছে, তা উল্লেখ থাকবে।

গ্রাহকদের কাছ থেকে জানতে চাওয়া হবে—কোন ১০টি সিম তারা চালু রাখতে চান। বিশেষ গুরুত্ব পাবে মোবাইল ব্যাংকিং সংযুক্ত নম্বর এবং সবচেয়ে বেশি ব্যবহৃত সিমগুলো।

অতীতের সীমা ও বর্তমান প্রেক্ষাপট

২০১৭ সালে সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল একজন গ্রাহকের জন্য। ২০২২ সালে সিম নিবন্ধন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হলেও সিমের সংখ্যা সীমিত করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সম্প্রতি জালিয়াতি, নম্বর ক্লোনিং ও প্রতারণামূলক কর্মকাণ্ডে অতিরিক্ত সিম ব্যবহারের ঘটনা বাড়ায়, বিটিআরসি এই সিদ্ধান্ত নিয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত একাধিক বৈঠকে উঠে এসেছে—অনেক অপরাধী অতিরিক্ত সিম ব্যবহার করে চাঁদাবাজি, ব্ল্যাকমেইল এবং ভুয়া পরিচয়ে প্রতারণা করছে।

দেশের সিম পরিসংখ্যান

২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত বিটিআরসির দেওয়া তথ্যমতে, দেশে সক্রিয় সিম রয়েছে প্রায় ১৮ কোটি ৬২ লাখটি। তবে প্রকৃত গ্রাহক সংখ্যা প্রায় ৬ কোটি ৭৫ লাখ

  • ৮০ শতাংশ গ্রাহক ৫টির কম সিম ব্যবহার করেন

  • ১৬ শতাংশ ব্যবহার করেন ৬ থেকে ১০টি সিম

  • আর মাত্র ৩ শতাংশ গ্রাহকের নামে ১০টির বেশি সিম রয়েছে

গ্রাহক মতামত ও সচেতনতামূলক কার্যক্রম

বিটিআরসি জানিয়েছে, নতুন নিয়ম কার্যকর করার আগে জনমত গ্রহণ করা হবে। পাশাপাশি, মোবাইল অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা সিম নিষ্ক্রিয়তা এবং নতুন সীমা নিয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা চালায়।

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post